Monday, May 4, 2015

অবাক পৃথিবীর আশ্চর্য কিছু তথ্য (পর্ব ২য়)

 

- অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়

- পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়?? অর্থাৎ, কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেয়া হয় তবে সেটি খাবার গিলতে পারবে না!!

- ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ হলো "E" এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ হলো "Q"

- মেয়েদের হার্ট(Heart) ছেলেদের হার্টের চেয়ে দ্রুত স্পন্দিত হয়।

- প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো?? কারণ, সেখানে কাঠের সল্পতা ছিলো, কিন্তু মমির কোনও সল্পতা ছিলো না!!

- অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে) বরফের টুকরাটি কতো মোটা জানেন?? ৩ মাইল!!

- প্রতিদিন মানুষের হৃদপিন্ড ১,০৩,৬৮৯ বার স্পন্দিত হয়!!

- প্রতিদিন মানুষের ফুসফুস ২৩,০৪৫ বার শ্বাসপ্রশ্বাসিত করে!!

- প্রতিদিন মানুষের রক্ত ১৬,৮০,০০০ মাইল প্রবাহিত হয়!!

- প্রতিদিন মানুষের নখ ০.০০০০৭ ইঞ্চি বৃদ্ধি পায়!!

- প্রতিদিন মানুষের চুল ০.০৫ ইঞ্চি বৃদ্ধি পায়!!

- প্রতিদিন মানুষ ২.৯ পাউন্ড পানি/তরল গ্রহন করে (সকল প্রকার তরল মিলিয়ে)!!

- প্রতিদিন মানুষ ৩.২৫ পাউন্ড খাদ্য গ্রহন করে!!

- প্রতিদিন মানুষেরা শ্বাসপ্রশ্বাসের জন্য ৪৩৮ ঘনফুট বাতাস গ্রহন করে!!

- ২৪ ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দ এবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহার করে থাকে!!

- প্রতিদিন মানুষ ঘুমের মধ্যে ২৫-২৬ বার নড়াচড়া  করে।।
- আপনি যদি খুব বেশি পরিমাণ গাজর খান তবে আপনার গাঁয়ের রঙে কিছুটা পরিবর্তন চলে আসবে!!

-কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না!!

-ব্রাজিলে এক ধরনের প্রজাপতি পাওয়া যায় যাদের শরীরের রঙ ও গন্ধ হুবহু চকোলেটের মত!!

-কুমির চিবোতে পারে না!! শিকারকে ধরার পর সরাসরি গিলে ফেলে!!

- হাসার জন্য ব্রেন এর পাঁচটি অংশের কার্যক্রম এর প্রয়োজন হয়!! তাই হাসাটা এত সহজ নয়!!

- প্রতি বছর ভারতে প্রায় ৩০০ মিলিয়ন ছবির টিকেট বিক্রি হয়ে থাকে!!

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর স্বল্পতার কারনে, ঐ সময়ের অস্কারের খেতাব স্বরূপ মূর্তিটি কাঠের তৈরি ছিল!!

- একজন মানুষ কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তু পানি পান না করলে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না!!

- একজন মানুষ এর পক্ষে কখনই চোখ খোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না!!

- শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন!!!!!

No comments:
Write comments