রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তায়ালা
আলাহি ওয়াসাল্লাম বলেছেন ,
"আল্লাহ তা'আলা বিরাটাকারে এক
ফেরেশতা সৃষ্টি করেছেন,যার এক বাহু
ভূমণ্ডল পূর্ব প্রান্তে এবং অপর বাহু
পশ্চিম প্রান্তে । মস্তক আরশে আযিম এর
সন্নিকটে এবং পদদ্বয় সাত তবক জমিন
অতিক্রম করেছে । তাকে সমগ্র জগতসম
পাখা-পালক দ্বারা সুসজ্জিত করা
হইয়াছে । আমার কোন উম্মত যখন আমার
উপর দুরুদ শরীফ পাঠ করে,তখন উক্ত
ফেরেশতা আল্লাহ পাকের আরশের
নীচে অবস্থিত নূরের সমুদ্রে ডুব দেয় ।
অতঃপর আল্লাহ্র নির্দেশে সে
ফেরেশতা নূরের সমুদ্র থেকে বের হয়ে
সর্বশরীর ঝাড়া দেয় । ফলে তার
অগণিত পাখা ও পালক থেকে অসংখ্য
পানির ফোঁটা ঝরে পরে । তা থেকে
আল্লাহ্র কুদরতে এক একজন ফেরেশতা
সৃষ্টি হয় । এ অসংখ্য-অগণিত ফেরেশতা
কেয়ামত পর্যন্ত দরূদ পাঠকারীর
মাগফেরাত জন্য দোয়া করতে থাকে ।
(মুকাশাফাতুল কুলূব গ্রন্থের ৩৪ নং এর ১)।
Thursday, June 25, 2015
দরুদ শরীফ পাঠের আশ্চার্য ফজিলত।
About Unknown
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write comments