- রক্ত তৈরি করা যায় না।। এরমানে, কারো যদি রক্ত লাগে তবে শুধুমাত্র একজন ইচ্ছুক ব্যাক্তিই পারেন ঐ মানুষটিকে রক্ত দিয়ে সাহায্য করতে।।
- গবেষণায় দেখা গেছে, জীবিত মানুষদের মধ্যে ২৫% লোকের জীবনে কোনো না কোনো সময়ে রক্তের প্রয়োজন হয়।।
- আপনার বয়স ১৮ বছরের বেশি হলে এবং আপনার ওজন ৫০ কেজির বেশি হলে আপনি রক্তদান কর্মসূচীতে অংশ নিতে পারেন।।
- এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে ৪৫ থেকে ৬০ মিনিট।।
- রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিন তা পুনরায় আপনার শরীরে তৈরি হতে সময় নেয় মাত্র ২৪-৪৮ ঘণ্টা।।
- পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ সেপ্টেম্বর ১৯২২ সালে লিবিয়ার আল জিজিয়া নামক স্থানে।। সেখানে তাপ মাত্র রেকর্ড করা হয়েছিল ১৩৬,৪ ডিগ্রী ফারেনহাইট অর্থাত ৫৮ ডিগ্রী সেলসিয়াস!!
- ৯৯% লোকই যখন তাদের পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখুনি সে পুরো পাসোয়ার্ড ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায় টাইপ করে!!
- যুক্তরাষ্টের ৭০ শতাংশ নাগরিক চাঁদে অবতরণের ঘটনাটি বিশ্বাস করে না!!
- অনলাইনে প্রতি মিনিটে পর্নো দেখে প্রায় ২০ লাখ মানুষ!!
- অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না!! কারণ এটা আইনবিরোধী!! কিন্তু সিগারেট খেতে/টানতে পারবে!! এতে কোনো বাধা নেই!
No comments:
Write comments