কোনো একটি ব্যবসার সফল উদ্যোক্তা
হওয়া শুধু একটি ক্যারিয়ার পছন্দ করা নয়,
এটি সম্পূর্ণভাবে একটি জীবনযাপন। আর
এ জন্য প্রয়োজন বেশ কয়েকটি দিক
দিয়ে জীবনকে ভিন্নভাবে দেখা। এ
লেখায় থাকছে তেমন পাঁচটি বিষয়।
১. সবকিছুর মূল্যায়ন
উদ্যোক্তারা ব্যবসা উদ্যোগের
নেতা। তারা নিজ ব্যবসার সব
বিষয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত। আর এ
কারণেই প্রতিষ্ঠানের ছোট একটি
কাজ থেকে শুরু করে ম্যানেজমেন্টের
গুরুত্বপূর্ণ বিষয় পর্যন্ত তাকে নিয়মিত
মূল্যায়ন করতে হবে। এ কারণেই
উদ্যোক্তাকে হয়ে উঠতে হয়
একাধারে অ্যাকাউন্টিং থেকে শুরু
করে বিক্রির পরিসংখ্যান পর্যন্ত
বিষয়গুলো অনুধাবনের মতো বিচক্ষণ।
আর এ কাজগুলো করতে গিয়ে সব সময়েই
মূল্যায়ন করার অভ্যাস গড়ে তোলা
প্রয়োজন।
২. সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্ব
সিদ্ধান্ত গ্রহণ যতই গুরুত্বের সঙ্গে করেন
না কেন, তার বাস্তবায়ন সবচেয়ে
গুরুত্বপূর্ণ। এ কারণে সফল উদ্যোক্তাদের
সিদ্ধান্ত বাস্তবায়নে সবচেয়ে গুরুত্ব
দিতে হয়। কারণ সিদ্ধান্ত সঠিকভাবে
বাস্তবায়ন করতে না পারলে কোনো
ভালো সিদ্ধান্তও ব্যর্থতায় পর্যবসিত
হতে পারে। আবার আপাতদৃষ্টিতে ভুল
বলে মনে হওয়া সিদ্ধান্ত থেকেও
ভালো ফলাফল আসতে পারে। তাই
উদ্যোক্তাদের জানা থাকা উচিত
সঠিক বা বাজে সিদ্ধান্তের
কোনোটিই সাফল্যের বিষয়ে
গ্যারান্টি দেয় না।
৩. সমস্যা থাকবেই
যেকোনো ব্যবসা শুরুতে অসংখ্য সমস্যা
দেখা দিতে পারে। একজন ভালো
উদ্যোক্তার কখনোই এসব সমস্যা দেখে
পিছিয়ে যাওয়া উচিত নয়। তার বদলে
সমস্যাগুলোর সমাধান করে সামনে
এগিয়ে যাওয়ার মাঝেই সাফল্য
পাওয়া সম্ভব। এ জন্য সমস্যাগুলোকে
গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং তা
সমাধান করতে সর্বশক্তি নিয়োগ
করতে হবে।
৪. মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ
উদ্যোক্তাদের জন্য মানুষ অত্যন্ত
গুরুত্বপূর্ণ বিষয়। সফল ব্যবসা গড়ার জন্য
বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের
সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়।
তাদের সহায়তা উদ্যোক্তার মনোবল
যেমন অটুট রাখে তেমন ব্যবসা
সাফল্যেও তা ভূমিকা রাখে।
৫. আইডিয়া ফেলনা নয়
মাথায় নিত্যনতুন আইডিয়া অনেকেরই
আসে। কিন্তু তা গুরুত্বপূর্ণ বলে মনে না
করে ফেলে দেয় অধিকাংশ মানুষ।
যদিও সফল উদ্যোক্তা হতে হলে
আইডিয়াগুলো ফেলে দিলে চলবে
না। ব্যবসার জন্য নিত্যনতুন আইডিয়া
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ
আইডিয়াগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে
লিপিবদ্ধ করতে হবে এবং যাচাই
করতে হবে। দেরি না করে বাস্তব
আইডিয়াগুলোকে কাজে লাগাতে
হবে।
--বিজনেস ইনসাইডার অবলম্বনে ওমর
শরীফ পল্লব
Saturday, July 4, 2015
সফল উদ্যোক্তা হতে ৫ উপায়ে জীবনকে ভিন্নভাবে দেখুন
About Unknown
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Write comments