Monday, August 3, 2015

সেরা ক্যামেরার ৬টি স্মার্টফোন

 










 অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এমন এক প্রযুক্তি যা উচ্চমানের ক্যামেরায় ব্যবহৃত হয়ে আসছে অনেক দিন ধরে। এর মাধ্যমে দারুণ উন্নতমানের ছবি তোলা সম্ভব। স্মার্টফোনের ক্যামেরাকে আরো শক্তিশালী করতে কিছু ফ্ল্যাগশিপ মোবাইলে একই প্রযুক্তি ব্যবহার করছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এখানে দেখে নিন এমনই ৫টি স্মার্টফোন যার ক্যামেরায় ওআইএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এগুলোই সেরা ক্যামেরার স্মার্টফোন হিসেবে বাজার দাপিয়ে বেড়াচ্ছে।



 ১. আইফোন ৬ প্লাস : দারুণ হিট এই ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা যাতে ওআইএস প্রযুক্তি রয়েছে। এ ছাড়া ডুয়েল টোন ফ্ল্যাশ এবং ফেজ ডিটেকশন অটোফোকাস রয়েছে এতে। কম আলোতে দারুণ ছবি ওঠে। তা ছাড়া এর ৫.৫ ইঞ্চি পর্দা দারুণ ভিউফাইন্ডার হিসেবে কাজ করে।




 ২. গ্যালাক্সি এস৬ : স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনে আইওএস প্রযুক্তিসহ দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ৩০ এসপিএ-তে ৪কে ভিডিও রেকর্ড করা যায় এর মাধ্যমে। কম আলোতে এর এফ১.৯ অ্যাপারচার বিস্ময়কর ছবি তোলে। এর ৫.১ ইঞ্চির সুপার অ্যামোলেড পর্দার রেজ্যুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। ছবির খুঁটিনাটি স্পষ্ট হয়ে ওঠে এতে।


সেরা ক্যামেরার ৬টি স্মার্টফোন


৩. ব্ল্যাকবেরি পাসপোর্ট : স্কয়ার আকৃতির স্মার্টফোনের পর্দাটি ১ : ১ অনুপাতের। এর ১৩ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরার মাধ্যমে ১ : ১ অনুপাতের ছবি তোলা যায়। বার্স্ট মোড ছাড়াও প্যানারোমা এবং ব্ল্যাকবেরির টাইম শিফট মোডে ছবি তোলা যায়। ভিডিও করা যায় হাই ডেফিনেশন রেজ্যুলেশনে।



৪. লুমিয়া ৮৩০ : নকিয়ার এই উইন্ডোজ ফোনের ১০ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে ওআইএস প্রযুক্তি। কার্ল জিস অপটিকস-এর সঙ্গে রয়েছে পিওরভিউ প্রযুক্তি।

৫. এলজি জি ৪ : বর্তমান যুগের স্মার্টফোনগুলোর মধ্যে এর ক্যামেরাটিকে সেরা বলা যায়। এফ১.৮ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে ওআইএস। তাৎক্ষণিক ফোকাসের জন্যে রয়েছে লেজার ফোকাসিং প্রযুক্তি। এতে নতুন প্রযুক্তি কালার স্পেকট্রাম সেন্সর ব্যবহার করা হয়েছে।

সেরা ক্যামেরার ৬টি স্মার্টফোন



৬. ইনফোকাস এফ৫৩০ : ক্যামেরায় ওআইএস প্রযুক্তি জুড়ে দেওয়া সবচেয়ে কমদামি ফোন এটি। এর ১৩ মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে ডুয়েল লেড ফ্ল্যাশ। বেশ দ্রুত গতিতে ছবি তুলতে সক্ষম।
 সূত্র : টাইমস অব ইন্ডিয়া 






No comments:
Write comments