Thursday, December 31, 2015

গ্যালক্সি এ৩, এ৫ ও এ৭ (২০১৬) : তুলনামূলক বড়, শক্তিশালী ও দৃষ্টিনন্দন

 


গ্যালক্সি এ৩, এ৫ ও এ৭ (২০১৬) : তুলনামূলক বড়, শক্তিশালী ও দৃষ্টিনন্দন
গ্যালক্সি এ৩, এ৫ ও এ৭ (২০১৬) : তুলনামূলক বড়, শক্তিশালী ও দৃষ্টিনন্দন


২০১৬ তেই আমরা দেখা পাচ্ছি গ্যালক্সি এ৩, এ৫ ও এ৭-এর নতুন সংস্করণ। তিনটি ফোনই হবে আগের ফোনের তুলনায় বড়, দ্রুত ও দৃষ্টিনন্দন। নির্মাতা কোম্পানি স্যামসাং-ই খবরটির অনুমোদন দিয়ে নতুন এই ডিভাইসগুলি সম্পর্কে জানিয়েছে আরো অনেক নতুন তথ্য।

গ্যালক্সি এ৩ (২০১৬)
গ্যালক্সি এ৩ (২০১৬)


স্যামসাং এক বছর আগে তাদের বিশেষ ডিজাইনে তৈরি এ সিরিজের ফোন গ্যালাক্সি এ৩ ও এ৫ অবমুক্ত করেছিল। আর এখন তারা এ সিরিজের তিন তিনটি ফোন- গ্যালাক্সি এ৩, এ৫ ও এ৭ (২০১৬) অবমুক্ত করার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে। এ ফোনগুলো আকার, কার্যকারিতা ও ডিজাইনের দিক থেকে সেগুলির পূর্বসুরী ফোনের চেয়ে অনেকটাই ভিন্ন। যেমন, এগুলোর ক্যামেরা/এলইডি ফ্ল্যাশ কম্বোর কোনাগুলো আগের ফোনের ক্যামেরার তুলনায় একটু বেশি গোলাকৃতি। নতুন সেটের ক্যামেরার অবস্থানও বদলেছে কিছুটা।

গ্যালক্সি এ৫ (২০১৬)
গ্যালক্সি এ৫ (২০১৬)


গ্যালাক্সি এ৫ এর পিছনের আবরণ ধাতুতে তৈরি করা হয়েছিল। কিন্তু গ্যালাক্সি এ৫ (২০১৬) এর পেছনের অংশের কাঠামো ও মসৃণতা আনা হয়েছে মূলতঃ ধাতু ও কাঁচ দিয়ে ভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ডিভাইসটির এই অংশটিকে গ্যালাক্সি এস৬ এর সাথে তুলনা করা যায়। এ৫ ও এ৭ (২০১৬) - এই উভয় ফোনসেটেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করা হয়েছে। ফোন দু’টির আরো অনেক বৈশিষ্ট্যে বেশ কিছু সাদৃশ্য আছে। তবে তাদের স্ক্রিনের আকার এক নয়। এ৭ (২০১৬) তে যুক্ত করা হয়েছে ৫.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ১০৮০ পিক্সেল ডিসপ্লে। অন্যদিকে এ৫ এর স্ক্রিন মাত্র ৫.২ ইঞ্চি। তবে তার রেজ্যুলুশন এ৭ (২০১৬) মতোই। দু’টি ফোনেই শক্তি যোগাবে ১.৬ গিগাহার্টজের এক্সিনস ৭ অক্টা প্রসেসর। এ৫ ও এ৭ এ আছে যথাক্রমে ২ ও ৩ গিগাবাইট র‌্যাম এবং ২৬০০ ও ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। অবশ্য দু’টি ফোনেই থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। বড় ব্যাটারি যোগ করার কারণে দু’টো ফোনের পুরুত্বই আগের সেটগুলোর চেয়ে একটু বেশি হয়েছে। উল্লেখ্য পূর্ববর্তী এ৫ এর ব্যাটারি ছিল মাত্র ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার।

গ্যালক্সি এ৭ (২০১৬)
গ্যালক্সি এ৭ (২০১৬)


গ্যালাক্সি এ৩ (২০১৬) এ আছে ৪.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে (আগেরটি ছিল ৪.৫ ইঞ্চি)। এটি চালাবে ১.৫ গিগাহার্টজের একটি কোয়াড-কোর এক্সিনস প্রসেসর। এতে আরো থাকবে ১.৫ গিগাবাইট র‌্যাম, একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আগের এ৩ তে ছিল ৮ মেগাপিক্সেল ক্যামেরা। তবে সামনের ক্যামেরাটি আগের মতোই - ৫ পিক্সেল। ফোনটিতে ১৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির বদলে যুক্ত করা হয়েছে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।

তিনটি ফোনকেই তার পূর্বসূরী ফোনের চেয়ে উন্নত করা হয়েছে। এগুলোতে দ্রুত গতিতে অল্পসময়ে চার্জ দেয়া সম্ভব হবে। এর প্রতেকটি সেটে মেমোরী বাড়ানোর জন্যে মাইক্রোএসডি স্লট যোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ডিসেম্বরে গ্যালক্সি এ৩, এ৫ ও এ৭ (২০১৬) পাওয়া যাবে চীনের বাজারে। জানুয়ারীতে এগুলি বিশ্বের অন্যান্য দেশে সরবরাহ করা হবে। ব্ল্যাক স্যাফায়ার, সোনালী ও মুক্তা সাদা রঙে ফোনগুলি তুলে দেয়া হবে ক্রেতাদের হাতে। তবে দু:খের কথা হলো মাশম্যালো নয়, এগুলোর অপারেটিং সিস্টেম হিসেবে যুক্ত হয়েছে অ্যানড্রয়েড ললিপপ ৫.১।

গ্যালক্সি এ৩, এ৫ ও এ৭ মূল্যও এর মধ্যে নির্ধারণ করা হয়েছে। গ্যালক্সি এ৩ ও এ৫(২০১৬) এর দাম পড়েব যথাক্রমে ৩২৯ ইউরো এবং ৩৯৯ ইউরো। তবে গ্যালাক্সি এ৭ (২০১৬) মূল্য কতো হবে তা এখন জানানো হয়নি। 

No comments:
Write comments