Facebook এবার নিজেদের ভিডিও প্লাটফর্মে আরও উন্নতি ঘটানোর সিদ্ধান্ত নিল।
এরই লক্ষ্যে এবার ভিডিওর প্রকাশকরা অর্থও পাবেন বলে জানা গেছে। মূলত ভিডিওর কনটেন্ট আরও উন্নত করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। নতুন এই ব্যবস্থায় কোনো video একবার কমপক্ষে তিন সেকেন্ড দেখালেও প্রকাশক অর্থ পাবেন। আর একটি ‘ন্যুনতম’ সংখ্যকবার কোনো ভিডিও দেখা না হলে ওই ভিডিও সরিয়ে নেওয়া হবে।
Socila জায়ান্ট ফেসবুক এখন নতুন এক অ্যালগরিদম ব্যবহার শুরু করবে।
এর মাধ্যমে একটি ভিডিও’র মূল্য কেমন তা শনাক্ত করা হবে ও ব্যবহারকারীর নিউজ ফিডে র্যাংক অনুযায়ী সাজানো হবে। গত শনিবার ফেসবুক এক Blogspot বলে, “আজ, আমরা একটি পরিবর্তন ঘোষণা করছি, যার মাধ্যমে News ফিডে আমরা video র্যাংক করি যাতে এর মূল্য যোগ করা যায়, এই মূল্য আমরা video কতবার দেখা হয়েছে তার উপর নির্ভর করে নির্ধারণ করি।
তবে প্রশ্ন ছিল ব্যবহারকারীরা কীভাবে এঈ ভিডিও নিচ্ছে তা দেখা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এই আপডেটের ফলে অধিকাংশ Facebook Page উল্লেখযোগ্য পরিবর্তন দেখবে না, লম্বা ভিডিও যেগুলোতে লোকে বেশি সময় খরচ করে, ফেসবুকে সেগুলোর চাহিদা কিছুটা বৃদ্ধি দেখা যেতে পারে।
No comments:
Write comments