Thursday, December 31, 2015

লুমিয়া ৬৫০ এর আগমন নিশ্চিত করেছে মাইক্রোসফট

 


লুমিয়া ৬৫০ এর আগমন নিশ্চিত করেছে মাইক্রোসফট
উইন্ডোজ ১০ চালিত লুমিয়া ৬৫০ নিয়ে এতদিন পর্যন্ত নানান গুজব শোনা গেলেও মাইক্রোসফট এই হ্যান্ডসেটটির বিষয়ে কোন কথা বলেনি। কিন্তু এখন আর লুমিয়া ৬৫০ কোন কষ্টকল্পিত ফোন নয়। কারণ সম্প্রতি কোম্পানিটির প্রধান বিপণন কর্মকর্তা ক্রিস কাপোসেলা ডিভাইসটির অস্তিত্ব নিশ্চিত করেছেন।

লুমিয়া ৬৫০ এর আগমন নিশ্চিত করেছে মাইক্রোসফট
লুমিয়া ৬৫০ এর আগমন নিশ্চিত করেছে মাইক্রোসফট


উইন্ডোজ এর সাপ্তাহিক প্রকাশনা জিডিনেটস’এ উত্থাপিত মেরি জো ফলের একটি প্রশ্নের উত্তরে ক্রিস কাপোসেলা লুমিয়া ৬৫০ অবমুক্তির বিষয়ে বলেছেন যে, তারা এখনো ডিভাইসটির অবমুক্তির তারিখ ঘোষণা করেননি। তার এমন মন্তব্যে ফোনসেটটির অস্তিত্ব বিষয়ে সন্দেহের আর কোন অবকাশ থাকছে না।

লুমিয়া ৬৫০ এর বিস্তারিত বৈশিষ্ট্য আনুষ্ঠানিক ভাবে জানা না গেলেও এতোদিন পর্যন্ত পাওয়া গুজবের খবর বলছে যে, ৫ ইঞ্চি আকারের ৭২০ টাচস্ক্রিন সম্বলিত এই সেটটিতে শক্তি সঞ্চার করছে স্নাপড্রাগন ২১২ চিপসেট। এতে আছে ১ গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইট সম্প্রসারণযোগ্য আভ্যন্তরিন মেমরি। ফোনটির প্রধান ক্যামেরা হিসেবে যুক্ত হয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগা পিক্সেল ক্যামেরা । সাথে আছে ৫ মেগা পিক্সেলের সেলফি শুট্যার।

২০১৬ এর জানুয়ারি কিম্বা ফেব্রুয়ারিতে লুমিয়া ৬৫০ কে আনুষ্ঠানিক ভাবে উপস্থাপন করা হবে। আর প্রতিবেদন থেকে প্রাপ্ত খবর বলছে এপ্রিলের শুরুতে এটি আমেরিকার বাজারে পাওয়া যাবে।


No comments:
Write comments