এখন পর্যন্ত হুয়েই পি৯ সম্পর্কে আমরা যতোটুকু জেনেছি তার বেশির ভাগ তথ্যই এসেছে গুজব থেকে। হুয়েই ফোন উৎপাদনকারী দেশ চীন থেকে প্রচার হওয়া সাম্প্রতিক একটি গুজবে আবারও এসেছে এই ফোনের খবর যাতে বলা হয়েছে যে, এই হুয়েই পি৯ হ্যান্ডসেটটি আগামী বছর মার্চ মসে বাজারে আসবে।
credit milonworlds
পেছনে তাকালে দেখা যায়, পি৯ এর আগের স্মার্টফোন হুয়েই পি৮ অবমুক্ত হয়েছিল এ বছর এপ্রিল মাসে। একই কোম্পানি থেকে আরেকটি ফ্ল্যাগশীপ ফোন মেট৮ কিছু দিন আগে অবমুক্ত হলো। এ সব বিষয় বিবেচনায় নিলে পি৯ এর আগামী বছরের মার্চে অবমুক্ত হওয়ার খবরটিতে সত্যতা থাকতে পারে বলে মনে হওয়া স্বাভাবিক।
যাহোক, প্রকাশিত গুজবের তথ্য জড়ো করে হুয়েই পি৯ সম্পর্কে যা বলা যায় তা হলো - এ ফোনটি চালাবে কিরিন ৯৫০ চিপসেট। এতে থাকবে ৫.২ ইঞ্চির ডিসপ্লে, ৪ গিগাবাইট র্যাম, একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ডুয়েল ক্যামেরা .
No comments:
Write comments