Thursday, December 31, 2015

মাইক্রোসফট লুমিয়া ৮৫০ হবে এ যাবত কালের সবচেয়ে পাতলা লুমিয়া স্মার্টফোন

 


মাইক্রোসফট লুমিয়া ৮৫০ হবে এ যাবত কালের সবচেয়ে পাতলা লুমিয়া স্মার্টফোন!
মাইক্রোসফট লুমিয়া ৮৫০ হবে এ যাবত কালের সবচেয়ে পাতলা লুমিয়া স্মার্টফোন!


বেশ কয়েক মাস আগে মাইক্রোসফট তাদের প্রথম উইন্ডোজ ১০ স্মার্টফোন হিসেবে লুমিয়া ৯৫০ এক্সএল, লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৫৫০ এর নাম ঘোষণা করেছিল। আরো শোনা গিয়েছিল যে, কোম্পানিটি অচিরেই লুমিয়া ৭৫০ ও লুমিয়া ৮৫০ও অবমুক্ত করবে। যেহেতু লুমিয়া ৯৫০ এক্সএল, লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৫৫০ এর সাথে একই সময়ে লুমিয়া ৭৫০ ও ৮৫০ ফোন দু’টি অবমুক্ত করা হয়নি, তাই অনেকেই ভেবেছেন যে, ফোন দু’টি তৈরির চিন্তা মাইক্রোসফট মাথা থেকে একেবারেই বাতিল করে দিয়েছে। অন্যদিকে অ্যাটঅনলিকস-এর তথ্য বলছে ভিন্ন কথা- এখনও মাইক্রোসফট তাদের লুমিয়া ৮৫০ তৈরির পরিকল্পানা নিয়ে অগ্রসর হচ্ছে।

লুমিয়া ৮৫০ তৈরি করা হবে ধাতব আবরণে যার সার্বিক আকার হবে ১৫৫ * ৭৭.২৩ * ৬.৯২মিমি। তাই এটিই হবে এ যাবত কালের সবচেয়ে পাতলা লুমিয়া স্মার্টফোন। যদি এই আকৃতির পরিমাপ সঠিক হয় তবে লুমিয়া ৮৫০ হবে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ১৫১.৯ * ৭৮.৪ * ৮.১মিমি আকার সম্বলিত লুমিয়া ৯৫০ এক্সএল এর চেয়ে একটু বড়। অর্থাৎ আকার আকৃতির পরিমাপের এ সব সংখ্যা বিশ্লেষণ করে বলা যায় লুমিয়া ৮৫০ এর স্ক্রিন মোটেও ৫ ইঞ্চি হবে না, বরং তার চেয়ে অনেক বড়ই হবে। ঠিক যেমনটি এর আগে শোনা গিয়েছিল গুজব থেকে।

অ্যাটঅনলিকস মাইক্রোসফট লুমিয়া ৮৫০ এর সম্পর্কে আরো কিছু তথ্য পরিবেশন করেছে। এ সম্পর্কিত খবরটি কারখানার স্কেচের উপর ভিত্তি করে করা হয়েছে বলে তাদের দাবী যা একটি বিশ্বস্তসূত্র থেকে পেয়েছে বলে তারা উল্লেখ করেছে। অবশ্য এখনও আমরা নিশ্চিত হতে পারছি না যে, আসন্ন ফোনটি প্রকৃত পক্ষে দেখতে কেমন হবে। আশা করা যায়, মাইক্রোসফট শিঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে আমাদেরকে সঠিক ধারণাটিই দেবে। 

No comments:
Write comments