Thursday, December 31, 2015

বাজারে আসছে জীওনী’র নতুন বাজেট স্মার্টফোন

 


জীওনী সম্প্রতি পি৫ডাব্লিউ নামের নতুন একটি বাজেট স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এটি ডিজাইন ও বৈশিষ্ট্যে সত্যিই একটি আকর্ষণীয় ফোন হবে বলেই মনে হচ্ছে। পি৫ডাব্লিউ’র বডি চকচকে পলিকার্বনেটে তৈরি। পাওয়া যাবে ৫টি চমৎকার রঙে - কালো, সাদা, হলুদ, নীল ও গোলাপী। এই ফোনের ইউআই ফোনটির বডি কালারের সাথে সামাঞ্জস্যপূর্ণ। 

বাজারে আসছে জীওনী’র নতুন বাজেট স্মার্টফোন
বাজারে আসছে জীওনী’র নতুন বাজেট স্মার্টফোন


এতে আছে ৫ ইঞ্চি ৭২০ * ১২৮০ পিক্সেল আইপিএস ডিসপ্লে। এর ভেতরে দেয়া হয়েছে মিডিয়া টেক এমটি৬৭৩৫ চিপসেট, এক গিগাবাইট র‌্যাম এবং ১৬ গিগাবাইটের সংরক্ষণ সক্ষমতা। ক্যামেরার বিষয়ে বলতে গেলে বলতে হয় এতে দেয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পি৫ডাব্লিউ এর ব্যাটারি হলো ২০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। এই হ্যান্ডসেটটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপের উপর ভিত্তি করে।

ধারণা করা হচ্ছে যে, জীওনী পি৫ডাব্লিউ খুব তাড়াতাড়িই বাজারে আসবে তবে দুঃখের বিষয় যে, তা কতো তাড়াতাড়ি সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। 

No comments:
Write comments