Friday, January 13, 2017

ইন্টারনেটর ভিন্ন ভিন্ন মেরুতে পরে থাকা আকর্ষনীয় ও উপযোগী বেশ কিছু সাইট 2017

 


ইন্টারনেটের বিশাল পরিধিতে রয়েছে লক্ষ লক্ষ ওয়েব সাইট। কিন্তু তাই বলে সাইটগুলো সবার জন্য উপযোগী সেটা তো নয়। আন্তর্জালে এরকম লক্ষ লক্ষ সাইটের গাদাগাদিতে থাকা নিজের পছন্দের সাইট খুঁজে পাওয়াটা সহজ ব্যাপার নয়। পছন্দের সাইট পেতে হলে নেটের এক প্রান্ত থেকে ওপর প্রান্তে ছোটাছুটি করতে হয়, এক সাইট থেকে অন্য সাইটে উঁকিঝুকি দিতে হয়। আবার সব সাইটে ভিজিট করা যে নিরাপদ এমনটিও ভাবা যায় না। যাহোক বিগত দিনগুলোতে আমি ভালো সাইটের আশায় ইন্টারনেটর এদিক সেদিক বেড়িয়েছি। দোদুল্যমান অবস্থায় বেশ কিছু সাইটেও ভিজিট করেছি। সংগ্রহ করেছি ইন্টারনেটর ভিন্ন ভিন্ন মেরুতে পরে থাকা আকর্ষনীয় উপযোগী বেশ কিছু সাইট।

এটি একটি ফান সাইট। এই সাইটে আপনি যে কোনো ছবি এডিড করার পর সহজ পদ্ধতিতে ছবিটিকে বিকৃত করে আনন্দ উপভোগ করতে পারবেন।
http://www.moronface.com/

আপনার কি গ্রাফিটি টেক্স বা দেওয়ালের ছবি চাই ? তাহলে চলে আসুন এই সাইটে, এখানে হাজারো রকমের সুন্দর ডিজাইন রয়েছে যা অত্যান্ত সহজ পদ্ধতিতে প্রয়োগ করে আপনার পছন্দনীয় গ্রাফিটি টেক্স বা দেওয়ালের ছবি বানিয়ে আপনার বন্ধুদের অবাক করে দিতে পারবেন।
http://www.easygraffititext.com/

এই সাইটে আপনি নতুন পুরাতন ছবি এডিড করে ছবিতে অতি সহজে কার্টুনের প্রভাব দান করা সহ, পোট্রেট বানানো এবং নানা রকমের শৈলী কার্যে ব্যবহার করতে পারবেন।
http://www.befunky.com/

এই সাইটটিকে আরেক অর্থে নিঃসঙ্গের সঙ্গী বলা যেতে পারে। যদি আপনার কখনও নিজেকে নিঃসঙ্গ বা একাকিত্ব মনে হয় তাহলে বিজ্ঞানের এই মহান আবিষ্কার ক্লেভার্বট সাইটটিতে চলে যান। ক্লেভার্বত এমন একটি ভার্চুয়াল চরিত্র যার সাথে আপনি নিজের উদাস ভাব কাটাতে ইচ্ছানুযায়ী কথা বলা কথোপকথন চালিয়ে নিতে পারবেন।
http://www.cleverbot.com/

জনপ্রিয় সাইড টাম্ব্লারকে নিয়ে বিস্তারিত লেখার কিছুই নেই। এই সাইডে আপনি সব রকমের ছবি আপলোড করা থেকে শুরু করে বিশ্বের অন্যান্য ইউজারদের সাথে ছবি শেয়ার করা ,অন্যদের অনুসরণ করা, ব্যক্তি স্কোর শেয়ার করা এবং বিশ্বের অন্যান্য মানুষের সাথে পরিচয় এবং আলাপচারিতার মাধ্যমে তাদের জীবন ধারা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
https://www.tumblr.com/

আপনি যদি আপনার কম্পিউটারের সাহায্যে খেলাধুলা করে থাকেন, আর সেই খেলাটি আপনার সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি জানতে হলে এই সাইটটিতে ভিজিট করুন।
http://cyri.systemrequirementslab.com/CYRI/

লোকেন্ডো একটি উন্নতমানের ভয়েস এমুলেটর। এখানে যে কোনো টেক্স খুবই ভালো মানের শব্দের সাহায্যে সাবলীল ভাষায় শোনানো যায়।
http://www.loquendo.com/en/

আপনার পছন্দের ওয়ালপেপার বানানোর জন্য এই সাইটটিতে হাজারো ডিজাইন সম্পূর্ণ বিনামূল্যে দেয়া আছে।
http://reddodo.com/

আপনি এম্প্রেসর দেয়া সরঞ্জাম এর সাহায্যে পছন্দসই ডিজাইন প্রয়োগ করে চমৎকার স্লাইড এবং উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন ধরনের শৈলী সৃষ্টি করতে পারবেন এবং বিশ্বের অন্যান্যদের সাথে সেটা শেয়ারও করতে পারবেন।
http://www.empressr.com/Default.aspx

আপনি কি চুল কাটাতে যাচ্ছেন? আপনার চুল কেমন কাটা হবে এবং চুল কাটার পর কেমন দেখাবে সেটা নরসুন্দরের কাছে যাবার আগে এই সাইটের কৃপায় ভার্চুয়ালি দেখে নিতে পারবেন।
http://www.taaz.com/অবসর সময় কাটানোর জন্য অত্যান্ত উপযোগী একটি খেলার সাইট।

http://www.gamesforthebrain.com/
এটি একটি আদর্শ সাইট যেখান থেকে দ্রুত সহজভাবে ব্যবহার করার জন্য আপনার লোগোটি তৈরী করতে পারবেন।
http://www.logoease.com/

এই সাইটের এমন বিশেষত্ব রয়েছে যেখানে আপনি কোনো কিছু আপলোড না করেই আপনার উপযোগী গিফস পেজ তৈরী করতে পারবেন।

http://gifmake.com/
অপর একটি গিফস সাইট।

http://giftube.com/
বিনামূল্যে বই ম্যাগাজিন পড়ুন।

http://www.ebook3000.com/b. http://worldmags.net/
ব্যানার বানাতে চাইলে

http://www.weeworld.com/
যেকোনো ফাইল খুলতে চাইলে এই সাইটের সাহায্যে নিন।

http://www.viewdocsonline.com/
অনলাইনে বিনামূল্যে মুভি দেখার সাইট।

http://www.movicer.com/
প্রিমিয়াম অ্যাকাউন্ট

পছন্দের ফন্ট ডাউনলোড করুন
অনলাইন এল্যার্ম
http://onlineclock.net/

অন লাইনে রেডিও শুনুন
http://www.radionomy.com/en
অন লাইনে বিভিন্ন দেশের ভাষা শিখুন।

http://www.palabea.com/
আকর্ষনীয় এই সাইটটিতে সামগ্রিক দৃশ্যের উপর এমন কিছু ছবি দেয়া আছে যা আপনি জুম নিয়ন্ত্রণ করে ছবির ভেতর সবকিছু খুঁজে পাবেন তাছাড়া অনুসন্ধানের জন্য দেয়া শক্তিশালী সার্চ ইঞ্জিন এর সাহায্যে আপনার পছন্দের শহর স্থান দেখতে পারবেন

http://www.gigapan.org/
এই সাইটে আপনি ফটো আপলোড করা থেকে শুরু করে, অনলাইনে খেলা, কৌতুকপূর্ণ মজার ভিডিও আপলোড এবং শেয়ার করতে পারবেন।

http://www.webmaizer.com/
সব ডাউনলোড সমস্যার সমাধান


No comments:
Write comments