ভাবছেন, আপনি শেষ? মরে গেছেন? আরে ভাই, আমি বলি কী, পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগেই শেষ জ্বলাটা জ্বলে উঠুন। মরেই তো আছেন, মৃত্যুকে আর কীসের ভয়? পৃথিবী অবাক হয়ে দেখুক, আপনাকে শেষ করে দেয়া সহজ নয়। আপনার নিজের মধ্যে যে শক্তি আছে, তা দিয়ে লড়াই করে যান। আসুক মৃত্যু দুঃখ কষ্ট যন্ত্রণা, তবু কখনো হেরে যাওয়ার আগে হারবেন না। নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে আরো একবার আঘাত করুন। সুখের স্পর্শে কষ্ট দূর হয় না, কষ্ট পালায় কষ্টের তীব্রতায়।
একগাদা খড়ে আগুন ধরিয়ে দিলে দাউদাউ করে জ্বলতে থাকে। দেখলে মনে হয়, এই বুঝি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আগুনটা নিভিয়ে দিলেন, কিংবা খড়ের পরিমাণ কমে এলে আগুনটা নিভুনিভু হয়ে গেল। ওটার দিকে তাকিয়ে সবাই ভাবে, "এই বুঝি শেষ। এ আগুন আর জ্বলবে না। খড়ের দিন শেষ।" একটা মৃদু শিখা কিন্তু রয়েই যায় সবার অলক্ষ্যে। আর কেউ না জানুক, ছাই হয়ে যাওয়া খড় তো জানে, ওর বুকের মধ্যে যে স্ফুলিঙ্গ আছে, একটু হাওয়া কিংবা একটু খড় পেলেই তা দপ্ করে জ্বলে উঠবে। দাউদাউ করে জ্বলে চারপাশটা আবারো ছারখার করে দেয়ার ক্ষমতা ওর এখনো ফুরিয়ে যায়নি। সে স্ফুলিঙ্গের খোঁজ একমাত্র ছাইই জানে, আর কেউ তার খোঁজ জানে না।
জীবনের তীব্র দহনে ছাই হয়ে গেছেন? সামনে আর কোনো পথ নেই; নিজের অবস্থার দিকে তাকিয়ে মনে হচ্ছে, নিঃশেষ হয়ে গেছেন? বিশ্বাস করুন, আপনার ভেতরের আগুনের কণাটা এখনো আছে। খুঁজে নিন সেই স্ফুলিঙ্গকে। পৃথিবীতে একমাত্র আপনিই জানেন আপনার নিজেকে কীকরে জাগাতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষকও আপনাকে সে ম্যাজিকটা কখনো শেখাতে পারবেন না। আপনার নিজেকে প্রশ্ন করে দেখুন, উত্তর পেয়ে যাবেন। অভিযোগ করবেন না, সমালোচনা করবেন না, আপনার দুর্বলতার জায়গাগুলি নিয়ে ভাববেন না। শীর্ণকায় মা যখন তার ওজনের আড়াই গুণ ওজনের পঙ্গু ছেলেকে পিঠে বহন করে হাঁটেন, তখন কোথায় থাকে তার অক্ষমতা দুর্বলতা অসহায়ত্ব? আপনি কি সে মায়ের চাইতেও দুর্বল? লজ্জা করে না নিজেকে অমন করে ভাবতে? আত্মসম্মানে বাধে না একটুও?
আপনার যা গেছে, তা তো গেছেই। সেদিকে তাকিয়ে দুঃখ বাড়িয়ে কী লাভ হবে? আপনার যা নেই, তার জন্য আফসোস করলে কি তা পেয়ে যাবেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার যা আছে, তা দিয়ে আপনি পৃথিবী জয় করতে পারুন না পারুন, নিজেকে, নিজের পরিবারকে, নিজের সম্প্রদায়কে সম্মানিত করতে পারবেন। আপনার কারো সাহায্য লাগবে না। জীবনে সুন্দরভাবে বাঁচার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। খুঁজে নিন সেসবকে। আপনার কাউকে আইডল মানার কোনো দরকার নেই। আপনি এমনকিছু করুন, যাতে আপনিই কারো আইডল হয়ে যান। সেরা কারো সাথে নিজেকে তুলনা করবেন না, নিজেকেই ছাড়িয়ে যান প্রতি মুহূর্তে। হেরে যাওয়ার জন্য আপনার জন্ম হয়নি, সংকোচে লুকিয়ে বাঁচার জন্য আপনি এই পৃথিবীতে আসেননি। নিজের সমস্ত শক্তিকে জড়ো করে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ান, পৃথিবী আপনাকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে।
সোর্স: সুশান্ত পাল (ফেসবুক টাইমলাইন)
No comments:
Write comments