Thursday, November 2, 2017

দৈনিক $১০ ডলার আয় করুন, সামান্য কিছু কাজ করেই।

আমরা সবায় জানি যে ছোট ফ্রীলান্সিং সাইট এর মধ্যে micro works জনপ্রিয় । কিন্তু আপনারা জানেন যে বর্তমানে micro works এ কাজ খুব কম পাওয়া যায়। আজ আমি এই সাইট এর মত একটি সাইট নিয়ে আলোচনা করবো।

 


সাইট এর নাম http://www.minijobz.com/ একটি micro freelancing সাইট microworks এর মত
চলুন দেখি মাইক্রো ওয়ার্কস থেকে এই সাইট এর সুবিধাগুলা ।

  • অধিক পরিমাণ কাজ পাওয়া যায়।
  • কাজের রেট অনেক ভাল।
  • মাত্র ৫ ডলার হলেই পেমেন্ট পাবেন payza or payp।।
  • micro works এ ৯ ডলার করতে লাগে ১ মাস। মিনিজবস এ ১০ করতে পারবেন ৭ দিনে।

তাহলে মিনিজবস এখুনি রেজিস্টেশন http://www.minijobz.com  করুন।


প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য লিংকে ক্লিক করে তথ্যবলি পূরন করুণ।



যে কাজ কিভাবে করবেন:

লগিন করার পর নিচের মত একটি পেজ আসবে jobs এ ক্লিক করলে কাজের একটা চার্ট পাবেন। মিনিজবস এ সাইন আপ, ডাউনলোড, you tube ভিডিও টিউমেন্ট করা, ফোরাম টিউন করা ইত্যাদি কাজ পাবেন ।


 দরুন আপনি একটা সাইন আপ এর একটি কাজ করবেন । যে কোন একটি সাইন আপ এর কাজ সিলেক্ট করুন। আর হ্যাঁ কাজের আগে যদি usa লিখা থাকে সেটা আপনি করতে পারবেননা

সাইন আপ এর কাজে ক্লিক করলে নিচের মত একটা পেজ আসবে-
১ উপরে দেখুন একটা লিঙ্ক দেয়া আছে। লিঙ্ক টি কপি করে রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাব খুলুন , এবার ওই সাইট এ আপনার ইমেইল, নাম , দিয়ে সাইন আপ করুন। এবার ইমেইল এ গিয়ে ভেরিফিকেসন করুন ব্যাস কাজ শেষ
২ এবার চলে আসুন http://www.minijobz.com এ এই যে কাজ করলেন তার প্রুফ দিতে হবে । prof requirements ?

১ আপনি যে নাম ও ইমেইল দিয়ে একটু আগে সাইন আপ করছিলেন তা এখানে দিন
২ আপনার মেইল এ যে লিঙ্ক গিয়েছিল তা এখানে দিন
৩ আপনি সাইন আপ করার সময় যে স্পন্সর ছিল তার নাম দিন
ব্যাস কাজ শেষ এবার ১/২ দিন ওয়েট করুন আপনার কাজ যদি সঠিক হয় টাকা পেয়ে যাবেন। আশা করি সবায় বুঝেছেন।

No comments:
Write comments